বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইন্দ্রাণী মুখার্জির ডকুমেন্টারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ডকুসিরিজটি। নিজের মেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডের রোমহর্ষক সেই ঘটনা নিয়ে ডকুসিরিজ তৈরি করা হয়েছে। কিন্তু সিবিআইয়ের তাতে আপত্তি জানিয়ে আদালতে মামলা করে। তারপরেই স্পেশাল স্ত্রিনিংেয়র জারি করেছে বম্বে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট হাইকোর্ট।
নির্দেশিকায় বলা হয়েছে শুধু সিবিআই হলে হবে না হাইকোর্ট এবং আইনজীবীদেরও স্পেশাল স্ক্রিনিং করাতে হবে।
বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিতে দারে এবং বিচারপতি মঞ্জুষ দেশপাণ্ডের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। আদালত জানিয়েছে এই ডকুসিরিজের কারণে মামলার তদন্ত বিঘ্নিত হতে পারে।
আগামী ২৩ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে ডকু সিরিজটি মুক্তি পাওয়ার কথা। সেকারণে সিবিআই সেই ডকুসিরিজটির মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। তারপরেই আদালত জানতে চায় যে ডকুসিরিজটি পরিচালক সিবিআইয়ের জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন কিনা। কারণ মামলাটির তদন্ত এখনও চলছে।