বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুধু শিবু হাজরা বা উত্তম সর্দার নয় শাহজাহানের সাগরেদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্দেশখালির গ্রামে গ্রামে। একে একে প্রকাশ্যে আসছে সেইসব নাম। এবার প্রকাশ্যে এসেছে অজিত মাইতি, তলাব শেখ নামে দুই নেতার নাম। তারা নাকি শাহজাহানের মদতে দাপিয়ে বেড়াত সন্দেশখালির একাধিক গ্রামে।
শুক্রবার সকাল থেকে সন্দেশখালির বেড়মজুরের গ্রামবাসীরা এবার পথে নামল সেই সাগরেদদের প্রতিবাদে। তাঁরা অভিযোগ করেছেন শাহজাহানের মদতে এলাকায় দাপিয়ে বেড়াত এই েনতারা। শুক্রবার সকালে অজিত মাইতির মাঝের বেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপরেই রাস্তায় লাঠি-ঝাঁটা হাতে েনমে পড়েন বাসিন্দারা।