বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কয়লা চুরি’ শব্দটা এখন আপামর বাঙালির কাছে খুব পরিচিত শব্দ। প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা।

আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো আজ থেকেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। সেই মতো আজ ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিনজন। যদিও প্রধান অভিযুক্ত বিনয় মিশ্র নিরুদ্দেশ। কিন্তু অপর দুজন এদিন আদালতে উপস্থিত হন নি। প্রসঙ্গত, কয়লা পাচারকাণ্ডে দু’টি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছিল। এরপর আজ চার্জ গঠনের কথা ছিল। কিন্তু সেই চার্জ গঠনের দিন পিছিয়ে গেল। প্রায় তিন বছর ধরে চলছে কয়লা পাচার মামলা। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ মতো আজ থেকেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। সেই মতো আজ ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়েছিল। কিন্তু অনুপস্থিত ছিলেন তিনজন। তাঁরা হলেন জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র। এদের মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’। প্রাথমিক অনুমান, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু বাকি দুজন অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হন নি।

আদালতে সকলের আইনজীবী উপস্থিত ছিলেন। এমনকী অনুপ মাজি ওরফে লালা ও তাঁর আইনজীবীও ছিলেন আদালতে। এ প্রসঙ্গে তাঁর আইনজীবী বলেন, “সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই কপি আমাদের দেওয়া হয়েছে। কিন্তু সেটি এতই বহরে বড় যে পুরোটা পড়ে ওঠা সম্ভব হয়নি। আর বাকি তিনজন অনুপস্থিত ছিলেন।” পরবর্তী দিন ধার্য হয়েছে ৩ জুলাই। এখন চলবে ‘তারিখ পে তারিখ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *