বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একদিন বিনা নোটিশে সব তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি করা হোক তা হলে প্রচুর অস্ত্র আর বেআইনি অর্থ উদ্ধার হবে। বর্তমানে রাজ্য পুলিশকে নিস্কর্মা করে রেখেছেন পুলিশ মন্ত্রী, শনিবার বাঁকুড়ায় এমনটাই দাবি বিশিষ্ট আইনজীবী, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, তদন্ত এড়াবার চেষ্টা যাঁরা করেন, সোজা সমীকরণে তাঁরা কোনও না কোনও দুর্বল জায়গায় রয়েছেন। রাজ্যপালের জায়গায় তিনি থাকলে তদন্ত চাইতেন বলে জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন আদালতে হলফনামায় বলছে আরও কিছু বেরোতে পারে। যত তথ্য দেবে ততো কেলেঙ্কারি বেরোবে। আর সুপ্রিম কোর্টে তিনি বলেছেন, বক্তৃতা দিয়ে নয়, হলফনামা দিয়ে তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।

এই মুহূর্তে বহুচর্চিত সন্দেশখালি প্রসঙ্গে তিনি বলেন, গোটা আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই এর বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, মেয়েদের মূল্যায়ন করা হচ্ছে টাকার ভিত্তিতে। সন্দেশখালির তদন্ত সৎভাবে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন আইনজীবী-সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাঁকুড়া জেলা আইনজীবী বার অ্যাসোসিয়েশানের কার্যালয়ে যান। সেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলেন। পরে অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের ডাকে বাঁকুড়া শহরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের সমর্থনে পদযাত্রায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *