বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যদিও ‘এবার ৪০০ পাড়’ শ্লোগান দিয়েই ভোট যুদ্ধে নেমেছে বিজেপি। কিন্তু সব অংক সব সময় মিলবে তেমন তো কোনো কথা নেই।
স্বাভাবিক কারণেই নানা প্রশ্ন নানা মহল থেকে উঠছে। ২৭২ তো পেতেই হবে। কিন্তু বিজেপি যদি একা ২৭২ আসন পাড় করতে না পারে? তবে কী হবে? বিজেপির কি ‘প্ল্যান বি’ রয়েছে কোনও? এই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একপটে বলেন, সেই সম্ভাবনার কথা আসলে বিরোধীরাও বলবে না।
৪ জুন কি হবে? তা তো ওই দিন জানা যাবে। কিন্তু ৪ জুনে যদি ২৭২ পাড় না করে বিজেপি? এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, “আমি এমন কোনও সম্ভাবনা দেখছি না। ৬০ কোটির উপভোক্তাদের শক্তিশালী সেনা প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনও বয়স বা শ্রেণির বিভাজন নেই। আমরা ৪ কোটি গরিব মানুষকে আবাস প্রকল্পের সুবিধা দিয়েছি, আরও ৩ কোটি মানুষকে বাসস্থান দেওয়া হবে ভোট শেষ হওয়ার পর। ৩২ কোটি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে। ১৪ কোটি বাড়িতে জল এনে দেওয়া হয়েছে। ১০ কোটি মানুষ এলপিজির সুবিধা পাচ্ছেন। ১২ কোটি বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছি। লাখপতি দিদি তৈরি করেছি, আরও ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য আমাদের। ১১ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রতিটি গরিব পরিবারকে ৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হয়। তাই এবার ৪০০ পাড়। ” বলেই হেসে উঠলেন অমিত শাহ।