বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চতুর্থ দফার নির্বাচন আগামীকাল সোমবার। তার আগে শনিবারই বাংলায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া, আরামবাগ সহ একাধিক জায়গায় আজ রবিবার সভা আছে তাঁর। এর মধ্যেই নতুন করে সন্দেশখালির আরও একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও আমরা এই ভিডিও’র সত্যতা যাচাই করিনি।
তবে নয়া ভিডিও (Sandeshkhali Viral Video) ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। চাপের মধ্যে বঙ্গ বিজেপি। যদিও নেতৃত্বের দাবি, রাজনৈতিক ভাবে ভুয়ো ভিডিও সামনে আসছে। সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে তা নিয়ে উত্তাল হয়েছে দেশ। প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। নির্বাচনের আগে সন্দেশখালি বড় ইস্যু হয়ে উঠেছে বিজেপি সহ বিরোধীদের কাছে।
এমনকি বাংলায় এসে লাগাতার সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়েছেন মোদী-শাহ। এর মধ্যেই চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে এসেছে। যেখানে সন্দেশখালির এক বিজেপি নেতাকে পুরো ঘটনাকে সাজানো বলে বলতে শোনা যাচ্ছে।
এমনকি সেই ভিডিও’তে একাধিকবার শুভেন্দু অধিকারীর নামও শোনা গিয়েছে ওই বিজেপি নেতার মুখে। তিনি বলছেন, পুরো বিষয়টি তাঁর সাজানো। যদিও ভিডিওটি ফেক বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। ইতিমধ্যে এই বিষয়ে সিবিআইকে চিঠিও দিয়েছেন। হাইকোর্টেও মামলা দায়ের করেছেন। আর এর মধ্যে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির নির্যাতিতার একটি পুরানো ভিডিও ভাইরাল হয়। যেখানে বেশ কিছু সন্দেশ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।
আর এর মধ্যে নয় একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ওই বিজেপি নেতা গঙ্গাধরকে দেখা যাচ্ছে। এবং ফোনে আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে তাঁকে কথা বলতে শোনা যাচ্ছে। নাম ও মোবাইল নম্বরের তালিকা তৈরি নিয়েও ফোনে কথা বলতে শোনা যাচ্ছে ওই বিজেপি নেতাকে।
শুধু তাই নয়, ৭২ জন মহিলাকে এক দফায় ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে ভাইরাল ভিডিওয় ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই নয়া ভিডিও ঘিরে প্রবল চাপে বিজেপি। যদিও সমস্ত ভিডিও ভুয়ো বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, সন্দেশখালির ভুয়ো ভিডিওর নেপথ্যে ভাইপো আর আইপ্যাক রয়েছে। গঙ্গাধর কয়াল ও রেখা পাত্র হাইকোর্টে গিয়েছেন। এর সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত হলেই আইপ্যাকের ব্রোকার ও ভাইপো দুজনকেই জেলে যেতে হবে।