বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক; শুক্রবার সিপিএম নেতা মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে প্রথমেই অভিযোগ করেন দেশ ও রাজ্যের ক্ষেত্রে বিজেপি ও তৃণমূল সমান ক্ষতিকারক।
আসলে এই দুটি দলের মধ্যে প্রথম থেকেই একটা বোঝাপড়া আছে। তিনি বলেন, মমতা ব্যানার্জী ভাবছেন সংখ্যালঘু ভোট নিয়ে ভোটে জিতবেন, আর মোদীজি ভাবছেন, হিন্দু ভোট নিয়ে ৪০০ আসন পাবেন। দুটো দলই সম্প্রদায়িক রাজনীতি করছে। বিজেপি ধর্মের নামে মানুষের মধ্যে তীব্র বিভাজন তৈরী করছে আর মন্দির মন্দির করে মানুষকে বিভাজিত করছে। অন্যদিকে তৃণমূল এখন পুরোপুরি চুরি, মস্তানি, তোলাবাজি করে চলেছে। বাংলায় এমন একটা সেক্টর নেই, যেখানে দুর্নীতি হয় নি। চাকরি বিক্রি করে যেমন শিক্ষা ব্যবস্থার ১২টা বাজিয়ে দিয়েছে, তেমনই ওদের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা রোজগার করেছে।
তিনি বলেন,সব কিছুর পরেও জানবেন, এক অদ্ভুত সেটিং চলেছে মোদী ও মমতার মধ্যে। হিসাবটা পরিষ্কার – তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেবো। নাহলে ভাবুন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী বা দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রায় অকারণে জেলে যেতে হচ্ছে। অথচ আমাদের রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পূর্ণ নীরব। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। নেই কোনো কর্ম সংস্থান। অথচ এই দুটি দল কোটি কোটি টাকার ইলেকোটারাল বন্ড কিনে নিয়েছে। যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে ওষুধ পত্রের দাম বেড়েই চলেছে।তবে মানুষ সমস্তটা আস্তে আস্তে বুঝতে পারছে। তাই মানুষ ওই দুই দলকেই এবার পরিত্যাগ করবে।