বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার কি সংঘাত আরও জোরালো হতে চলেছে রাজ্য বনাম কেন্দ্রের? বাংলায় একাধিক জেলা থেকে আধার কার্ড বাতিলের তথ্য সামনে আসছে। নাগরিকত্ব হারানোর ভয় গ্রাস করতে শুরু করেছে সেইসব মানুষের।

 

এবার কি ঢাল হয়ে দাঁড়াবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আধার কার্ড বাতিল প্রসঙ্গ নিয়ে আগেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের তরফ থেকে পদক্ষেপও করা হল। পোর্টাল চালু হল। সাধারণ মানুষের জন্যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হল।

তাহলে কি এবার আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে জোরালো সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? প্রতিবাদের সুর আরও চড়াবেন? জানা গিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিল্লিতে চিঠি লিখেছেন এই বিষয়ে।

এনআরসির বিরুদ্ধে প্রথম থেকেই সরব মমতা। বাংলায় তিনি এনআরসি করতে দেবেন না। জোর গলায় সেই কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিজেপির নেতা – মন্ত্রীরা দাবি করছেন, নাগরিকত্ব আইন আসা এখন সময়ের অপেক্ষা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, নদিয়ার একাধিক জায়গা থেকে এই আধার কার্ড বাতিলের কথা জানা গিয়েছে। রাঁচির অফিসের ভুলে এমন হয়েছে। দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও এই বিষয়ে ভুল স্বীকার করেছেন। কিছু আধার কার্ডের সংযোগ ফিরে এসেছে বলে জানা গিয়েছে৷ তবে আশঙ্কার দোলাচল বাড়ছেই।

আগেই কার্যত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি আধার কার্ড বাতিল ইস্যুতে সংঘাত আরও চরমে পৌঁছাবে? রাজ্যের বাসিন্দাদের জন্য কি আলাদা পরিচয়পত্র দেবে নবান্ন? আধার কার্ড বাতিল হলে রাজ্য কি সেই ব্যক্তির পরিচয়পত্র করে দেবে?
আধার কার্ড বাতিল হলে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী এই বিষয়েও বার্তা দিয়েছেন। প্রয়োজনে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলি এরপর গ্রাহকদের পরিসেবা দেবে। তাহলে কি এই বিষয়ে আগাম ভাবনা পরিষ্কার করা আছে মুখ্যমন্ত্রীর?

সামনেই লোকসভা নির্বাচন। আর সেখানে এনআরসি ইস্যু গুরুত্বপূর্ণ বিষয়। আধার কার্ড বাতিলের ঘটনাকে সামনে রেখে আরও জনসংযোগের পথে হাঁটবে তৃণমূল? বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝড় তোলা হবে?
ইতিমধ্যেই মানুষের মধ্যে নাগরিকত্ব বাতিলের আশঙ্কা দেখা গিয়েছে৷ শুভেন্দু অধিকারীরা বলছেন বটে। ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতিও তেমন হয়নি। এই অবস্থায় এনআরসি ইস্যু বুমেরাং হয়ে যাবে না তো বিজেপির? সেই চর্চাও চলছে।

“আমি আপনাদের পাহারাদার হতে চাই।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সভামঞ্চ থেকে বলেছেন। শুধু তাই নয়, বাংলার সাধারণ মানুষের জন্য তিনি সব সময় আছেন। এই সংকল্প কি আরও বিজেপির বিরোধিতা বাড়াবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *