রবেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ! আর এই অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার কড়া ভাষায় সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও পুরো ঘটনা কার্যত সাজানো বলে দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
তাঁর দাবি, ‘পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল’। আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। প্রচারের ফাঁকেই আজ শনিবার কলকাতায় এসেছেন দিলীপ ঘোষ। শহরের ফিরেই প্রত্যেকদিনের মতোই ফিট থাকতে সকালে প্রাতঃভ্রমনে বের হন। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। এবং রাজ্যপাল ইস্যুতে তৃণমূলকেই আক্রমণ শানান।
বিজেপি নেতার দাবি, তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাক গ্রাউন্ড তৈরি করেছে। সবাই জানে এই লোকেরা এই কারণেই ওখানে গিয়েছে। এমনকি পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল বলেও দাবি দিলীপ ঘোষের।
তাঁর কথায়, তৃণমূল একাই চেঁচাচ্ছে। আর কারোর কোনও টেনশন নেই। কারণ সবাই জানে এর পিছনে কে আছে। তৃণমূল এবং সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটা হয়। ওনার বিরুদ্ধে এখনও কোনো কেস করতে পারেনি ওরা। কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক বলেছে। কিছু হয়নি। এখন এটাই শেষ অস্ত্র বলেও চাঞ্চল্যকর দাবি। তৃণমূল কথায় মহিলা মহিলা বলে। মহিলাদের সম্মান করে না। তাদের ব্যবহার করে। এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে বলেও বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের ।
ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে কলকাতা পুলিশ। তা নিয়েও এদিন কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করুন। তদন্ত দল তৈরি হয়ে যাবে। বাকি হাজার কোটি লুঠ খুন ধর্ষণ সেখানে কতজন গ্রেফতার হয়েছে? তারা বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতোপেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে।
পুলিশ কি করেছে? পুলিশের কি যোগ্যতা? এবং সরকারের কি ইচ্ছা, সবই আমরা জানি। সম্মানীয় মানুষকে কীভাবে অপমান করতে হয়, তৃণমূল তা দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি সহ কাউকেই অপমান করতে ছাড়েনি। এমনকি হাইকোর্টের মহিলা বিচারকের স্বামীকে সিআইডি দিয়ে ডেকে পাঠিয়েছে। তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে বলেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
বলে রাখা প্রয়োজন, রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, হাজারো অভিযোগ পেয়েছি। কিন্ত্য একবার নয়, দুবার শ্লীলতাহানি করা হয়েছে। এমনকি মহিলার কান্নার ভিডিও দেখার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।