বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে যথাক্রমে ১৯ ও ২৬ এপ্রিল। তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে ৭ মে। তার আগে মঙ্গলবার নির্বাচন কমিশন প্রথম ও দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটের হার প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কেন দ্বিতীয় দফার নির্বাচনের চারদিন পরে ভোটের হার প্রকাশ করা হল তা নিয়ে প্রশ্ন করেছেন, তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
নির্বাচন কমিশন প্রথম দফায় লিঙ্গ ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে। গত ১৯ এপ্রিল পুরুষ ভোটারদের মধ্যে ৬৬.২২ শতাংশ ভোট দিয়েছেন। মহিলাদের মধ্যে ৬৬.০৭ শতাংশ, তৃতীয় লিঙ্গের ৩১.৩২ শতাংশ ভোট দিয়েছে। সব মিলিয়ে ভোটদানের হার ৬৬.১৪ শতাংশ।
প্রথম দফায় লাক্ষাদ্বীপে সর্বোচ্চ ৮৪.১৬ শতাংশ ভোটদান রেকর্ড করা হয়েছে। আর বিহারে সব থেকে কম ৪৯.২৬ শতাংশ ভোট পড়েছে। এছাড়া উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান তামিলনাড়ুতে যাথক্রমে ৬১.১১, ৬৩.৭১, ৬৭.৭৫, ৫৭.৬৫ এবং ৬৯.৭২ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।
দ্বিতীয় দফায় লিঙ্গ ভিত্তিক পরিসংখ্যানে নজর রাখলে দেখা যাবে সেখানে পুরুষ ভোটার ৬৬.৯৯ শতাংশ, মহিলা ৬৬.৪২, তৃতীয় লিঙ্গ ২৩.৮৬ শতাংশ ভোট দিয়েছেন। সব মিলিয়ে ভোট দিয়েছেন ৬৬.৭১ শতাংশ।
দ্বিতীয় দফায় মণিপুরে সব থেকে বেশি ৮৪.৮৫ শতাংশ ভোট পড়েছে আর উত্তর প্রদেশে সব থেকে কম ৫৫.১৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, কেরলে যথাক্রমে ৬২.৭১, ৫৮.৫৯, ৬৫.০৩, ৬৯.৫৬ এবং ৭১.২৭ শতাংশ ভোট পড়েছে।
তৃণমূল মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন দ্বিতীয় পর্যায়ের নির্বাচন শেষ হওয়ার চারদিন পরে চূড়ান্ত ভোটের পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন। সেখানে দেখা যাচ্ছে প্রাথমিক ঘোষণার থেকে ৫.৭৫ শতাংশ ভোট বেড়েছে। তিনি প্রশ্ন করেছেন, এটা কি স্বাভাবিক।