বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা ভালোবাসার শহর। এই শহরে এলে যেন মুছে যায় যাবতীয় দূরত্ব। কয়েকদিন আগেই ইডেন সাক্ষী থেকে ছিল গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কাছে আসার।
রবিবার রাতে মায়াবী ইডেন দেখল মহারাজ ও বাদশার যুগলবন্দি। একজন বলিউডের বাদশা অন্যজন কলকাতার মহারাজ। সৌরভ-শাহরুখে মেলবন্ধনে সুরভিত সোমবার রাতের ইডেন।
ম্যাচ শেষে ইডেনের ক্লাব হাউজের দিকে দাঁড়িয়ে তখন একটানা ভেঙ্কটেশ আইয়ারকে স্টান্স দেখাচ্ছিলেন সৌরভ। হঠাৎ পেছন থেকে দৌড়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ।প্রাক্তন কেকেআর অধিনায়কের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় তাঁকে চুমু দিতেও দেখা যায় শাহরুখকে। পরে পুনরায় আলিঙ্গনে একে অপরের কুশল সংবাদ নিতে দেখা যায় ক্রিকেট ও সিনেমা জগতের দুই কিংবদন্তিকে। বেশ কিছুক্ষণ কথা বলেন দুই তারকা।
একে নাইটদের জয়, তার মধ্যে আবার সৌরভ-শাহরুখের যুগলবন্দি। ইডেনে আসা ক্রিকেট প্রেমীদের ব্যাস পয়সা উসুল । শাহরুখের আচরনে হকচকিয়ে যান সৌরভ। তবে দু”জনের ক্ষণিকের রসায়ন দেখে কে বলবে তাঁদের নাকি সম্পর্কে তিক্ততা ইতিহাস রয়েছে রয়েছে! পুরনো মন কষাকষি, তিক্ততা সব অতীত। সে সব ভুলে থেকে যাক কেবল মধুরস্মৃতি। একটা কোটি টাকার ফ্রেম হয়ে থাকল।
সোমবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআর দাপুটে জয় তুলে নেওয়ার পরে শাহরুখ ছিলেন এক্কেবারে ফুরফুরে মেজাজে। ম্যাচের শেষে তাঁর কাজকর্মেই বোঝা যাচ্ছিল কতটা খুশি তিনি।ছেলেদের কাছ থেকে আগ্রাসী ক্রিকেট দেখতে চেয়েছিলেন শাহরুখ। ফিল সল্টরা সেটাই দেখিয়েছেন। শাহরুখের প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ। আলাদা করে কথা বললেন দলের মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে।কেকেআরের প্রত্যেক ক্রিকেটার বেরিয়ে যাওয়ার পর ম্যানেজার পূজা এবং ছেলে আব্রামের সঙ্গে ইডেনের ড্রেসিংরুম থেকে বেরোন বলিউডের তারকা।
ইডেনে ২১ বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে কেকেআর।এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, দ্বিতীয় স্থানও মজবুত করল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস ছয়ে। প্লে-অফে যেতে গেলে তাদের বাকি সব ম্যাচই জিততে হবে।
মিচেল স্টার্কের ছন্দ ফিরে না পাওয়া, কিংবা ফিল্ডিংয়ের কিছু ফাঁকফোকড় বাদ দিলে, নাইটদের এদিনের জয় সব বিভাগে দাপট দেখিয়েই। যার ফলে কেকেআরকে সরিয়ে ২ নম্বর জায়গা নিতে পারল না ক্যাপিটালস।