বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি! এবার তাঁকেই কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা খবর, ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন রেখা। শুধু তিনিই নয়, আরও ছয় বিজেপি প্রার্থীকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

তালিকায় রয়েছেন বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কাণ্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল ও ঝাড়গ্রামের প্রণত টুডু। গত কয়েকদিন আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিংকে সিআইএসএফের নিরাপত্তা দেওয়া হয়।

আইবি’র রিপোর্টে পাশাপাশি কোচবিহার জেলা বিজেপির অভিজিৎ বর্মন এবং তাপস দাসকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংকে দেওয়া হয় জেড ক্যাটাগরির নিরাপত্তা। প্রাক্তন বিচারপতিকে দেওয়া হয় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। বাকি দুই বিজেপি নেতা পান ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা।

 

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার তালিকায় ঢুকে পড়লেন রেখা পাত্র সহ আরও ছয় বিজেপি নেতা । নাম ঘোষণার পর থেকেই সন্দেশখালি সহ বসিরহাট লোকসভা জুড়ে দাপিয়ে প্রচার সারছেন রেখা। ইতিমধ্যে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্তি স্বরূপা হিসাবে রেখাকে সম্বোধন করেছেন তিনি। এরপর থেকে আরও বেশি লাইম লাইটে তিনি। যদিও প্রার্থী হওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রেখা।

এমনকি এই বিষয়ে উচ্চস্তরেও আলোচনা হয়। এরপরেই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগামী দু-তিনদিনের মধ্যেই বিজেপি নেত্রীকে ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাঁর সঙ্গেই থাকবেন।

উল্লেখ্য, সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রামের মহিলাদের একজোট করে প্রতিবাদ গড়ে তোলেন রেখা। এমনকি তাঁর গোপন জবানবন্দির পরেই দাপুটে শিবু হাজরা, উত্তম সর্দাররা গ্রেফতার হন। সেই রেখাকে প্রার্থী করেই চমক দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *