বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে দহন। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে পোশাক নিয়ে বিশেষ সচেতন থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
গতকাল তাপপ্রবাহের সতর্কতা জারি করার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যতটা সম্ভব খোলামেলা পোশাক পরে বাড়ির বাইরে বেরোন। সাদা সুতির পোশাক ছাড়া অন্য কিছু পরার খুব একটা চেষ্টা করবেন। ঢিলে ঢালা পোশাক পরুন। আগেকার দিনের যে আদ্দির কাপড়ের পোশাক পরা হত সেই রকমের পোশাক পরার চেষ্টা করুন।
কলকাতা শহরের তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এতোদিন গরম কেবল দক্ষিণবঙ্গের জেলা গুলিতে প্রভাব বিস্তার করছিল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে গরমের দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমাঞ্চলের জেলাগুলির সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গরম থেকে বাদ যাবে না কলকাতা শহরও। কলকাতা শহরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আবার তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মালদহ এবং উততরদিনাজপুরে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অর্থাৎ এই সব জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে যাবে। সেই সঙ্গে দক্ষিণদিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতরপ্কতা জারি করা হয়েছে। আবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই তীব্র গরমে পোশাক নিয়ে বিশেষ সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে তাপমাত্রার পারদ যত বাড়বে তত হিটস্ট্রোকের প্রবণতা বাড়বে। এই পরিস্থিতিতে ঢিলেঢালা সুতির পোশাক পরার মরামর্শ দেওয়া হয়েছে। মহিলাদের হালকা সুতিক পোশাক পরার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদররা। সেই সঙ্গে গা-ঢাকা পোশাক পরে যেন সকলে বাড়ির বাইরে বেরোন। ছেলেদের ক্ষেত্রেও সুতির প্যান্ট এবং জামা পরার পরামর্শ দেওয়া হয়েছে।