বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দমদমে রবিবাসরীয় প্রচারে নেমে পড়লেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। তাঁর সঙ্গে ভোটের প্রচারে সিপিএম নেত্রী বৃন্দা কারাট। এছাড়াও ছিলেন অভিনেত্রী ঊষশী চক্রবর্তী ও ছাত্র নেত্রী ঐশী ঘোষ৷ দমদম স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে বামেদের পক্ষ থেকে রোড শ্যো, মিছিল করা হয়।
অন্য রাজ্যে প্রচারের কাজ শেষ করে বৃন্দা কারাট পশ্চিমবঙ্গে এসেছেন। গতকাল উত্তর কলকাতায় প্রচার করেছিলেন তিনি৷ আজ রবিবার সকালে দমদমে সুজন চক্রবর্তীর হয়ে প্রচারে নেমে পড়েন বৃন্দা। সুজন চক্রবর্তীর জেতার বিষয়ে তিনি যথেষ্ঠ আশাবাদী।
দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় কতটা কাজ করেছেন? কী কাজ করেছেন? সেই প্রশ্ন করেছেন বৃন্দা কারাট। মানুষের রুটিরুজির পক্ষে ভোট হওয়া উচিত। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন সিপিএম নেত্রী? বিজেপি সারা দেশে সাম্প্রদায়িক মেরুকরণ করছে। সংস্কৃতির উপর হামলা করছে। বিজেপির বিকল্প কোনওদিন হতে পারে না। বিজেপি ও তৃণমূলের বিকল্প একমাত্র বাম ও কংগ্রেস জোট।
দমদমে বদলের হাওয়া। মানুষ রুখতে চায়। মানুষ বদল করতে চায়। রবিবার সকালে দমদমে প্রচারে প্রচুর মানুষের সাড়া পাওয়া গিয়েছে। মানুষ এবার বদলের পক্ষেই মতামত দেবেন। এই দাবি করছেন দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। মানুষকে তিনি ভরসা করতে আহ্বান করেছেন।
অভিনেত্রী ঊষশী চক্রবর্তী জানিয়েছেন, বামেদের প্রার্থীরাও এক একজন তারকা। সেই কারণে আলাদা করে তারকা নিয়ে এসে প্রচারের দরকার নেই। মানুষ সাড়া দিচ্ছে। দমদমে সুজন চক্রবর্তী এবার জিতবেন। সেই আশা এবার করছেন ঊষশী।
রবিবার সকালে দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল বার হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোর পাড়া মোড়ে শেষ হয় ওই মিছিল। এবারে কংগ্রেস সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তী। কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস কর্মী – সমর্থককেও প্রচারে সামিল হতে দেখা যায়। দীর্ঘ দিন পর দমদম আবার বাম দুর্গে পরিণত হবে। এমনই আশা করছেন বাম কর্মী- সমর্থকরা৷