বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অবশেষে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ কবে হবে তার ইঙ্গিত দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফলাফল। মনে করা হচ্ছে ১২ মে-র আগেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
যদিও এই নিয়ে নিশ্চিত করে কোনও দিনক্ষণ এখনও জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণ মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হয়ে যায়। এবার সেটা ১২মে হচ্ছে সেকারণেই মনে করা হচ্ছে ১২ মে-র মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে।
পর্ষদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছে। ভোটের মাঝে ফলাফল প্রকাশ করা নিয়ে যদিও কমিশনের সঙ্গে আলাদা করে কোনও কথা বলেননি তাঁরা। তবে ভোটের মাঝে পরীক্ষার ফলাফল প্রকাশে কোনও বাধা থাকার কথা নয় বলেই মনে করছেন তাঁরা। সব ঠিক থাকলে মনে করা হচ্ছে একেবারে ১২ মের আগেই প্রকাশিত হয়ে যাবে ফলাফল। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে রোল নম্বর দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে রেজাল্ট হাতে পেতে সময় লাগবে। কারণ ভোট শেষ হতে হতে জুন মাস। তার উপরে গরমের ছুটি রয়েছে। সেকারণে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই হয়তো পরীক্ষার্থীরা তাঁদের মার্কশিট হাতে পাবেন।
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত তাঁরা দেননি। মনে করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার আগেও প্রকাশিত হয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রেও মার্কসিট কিন্তু এখন হাতে পাবেন না পরীক্ষার্থীরা। সেটা পেতে পেতে জুন মাস হয়ে যাবে। অনলাইনে তাঁরা রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন।