বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার গভীর রাত ঘড়ির কাটায় রাত তখন ১টা হবে , আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশায় এক দল তরুণীর অভিনব কায়দায় আর জি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল, মানব বন্ধন, রাস্তার উপর ছবি অঙ্কন।
রং তুলি দিয়ে রং বেরঙের ইংরেজি হরফে বড় বড় করে রাস্তার উপর লিখছে উই ওয়ান্ট জাস্টিস। এতো রাত জেগে মেয়েদের এইভাবে এহেন উদ্যোগ রাস্তার উপর ছবিতে অভয়ার ন্যায় বিচারের দাবি জল জল করছে।
তারা জানান, যতদিন না অভয়ার ন্যায় বিচার হচ্ছে, বারবিশা চৌপথি সংলগ্ন প্রায় প্রতিটি রাস্তায় ছবি অঙ্কন করে প্রতিবাদ জানাবেন তারা।