বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আকাশ-বাতাসে যেন শরতের আবহ সঙ্গীত শুরু হয়েছে। অনেকটা শরতের প্রকৃতি ঘিরে ধরেছে বাংলার পরিবেশকে। ইতিমধ্যে রেল লাইনের ধারে কাশ ফুল উঁকি মারা শুরু করেছে। তাই বলে কি বর্ষা বিদায় নিলো? আবহাওয়া অফিস জানাচ্ছে – একদম না।

বুধবারের হাওয়া অফিসের ফোরকাস্ট, এখনো প্রচুর বৃষ্টিপাত হবে। আজ দিনের যেকোনও সময় কলকাতা সহ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলা গুলিতে। সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। কিন্তু বেলা বাড়লে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ভাদ্রের ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে পশ্চিমের রাজ্যগুলিতে চলছে প্রবল বর্ষণ। তেলেঙ্গানা এং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে অন্ধ্র প্রদেশে। ভয়াবহ পরিস্তিতি তৈরি হয়েছে অন্ধ্র এবং তেলেঙ্গানায়।

এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েচে বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *