বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:উত্তরবঙ্গ জলে ভাসছে, কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টিহীন। জুন মাস শেষ হতে চললো, কিন্তু অভিমানী বর্ষা মুখ ফিরিয়ে রেখেছে দক্ষিণবঙ্গ থেকে। আকাশে প্রচুর মেঘ জমা হয়ে আছে, কিন্তু বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হচ্ছে না। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, বর্ষা কলকাতা হয়ে হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে।
কিন্তু বৃষ্টির আকারে ঝরে পড়ছে না। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। এখনও দক্ষিণবঙ্গ জ্বলছে।
আলিপুর আবহাওয়া অফিস সকালের বুলেটিনে জানিয়েছে, আজ থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে। বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি হবে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।