বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাদের বাতিল হচ্ছে আধার কার্ড? হলফনামা দিয়ে জানাল কেন্দ্র। লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বহু জায়গায় সাধারণ মানুষের আধার কার্ড বাতিলের চিঠি আসে। যা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়।
সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানি হয় কলকাতা হাইকোর্টে। মামলার শুনানিতে ঠিক কাদের কাদের আধার কার্ড বাতিল (Aadhaar Card) হয়েছে সে বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়ে জানাল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, যে সব বিদেশি নাগরিক এ দেশে থাকার জন্যে পর্যাপ্ত তথ্য দিচ্ছেন না, তাদের আধার বাতিল (Aadhaar Card) হচ্ছে, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে হলফনামায় উল্লেখ কেন্দ্রীয় সরকার।
পর্যাপ্ত নথি ছাড়া বেআইনি ভাবে থেকে যাওয়া বিদেশী নাগরিকরা থাকছে বলে উল্লেখ। পাশাপাশি আধার ডেটাবেস থেকেই এই শনাক্ত করার কাজ করা হচ্ছে বলে দাবি। শুধু তাই নয়,
যারা বেআইনি ভাবে আছেন তাদের নিজেদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়াও করা হচ্ছে বলে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হলফনামায় উল্লেখ্য করা হয়েছে।
অন্যদিকে জাল নথি দিয়ে যারা আধার কার্ড (Aadhaar Card) বানিয়ে দেশে রয়ে গিয়েছে তাদের খোঁজার কাজও দেশের গোয়েন্দা বিভাগ চালাচ্ছে বলে জানানো হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আধার কার্ড বাতিল করা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
গত মার্চ মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়। জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি অ্যান্ড এএনআর এই মামলা দায়ের করে।
মামলার শুনানিতে আবেদনকারী জানান, আধার কার্ড ব্যাপক ভাবে বাতিল (Aadhaar Card) করা হচ্ছে। যা নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়। ঠিক কী কারনে এই ঘটনা তা জানতে চান আবেদনকারী। স্পষ্ট ভাবে যাতে কেন্দ্র এই বিষয়ে জানায় তাও জানতে চাওয়া হয়।
আধার ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এই অবস্থায় হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়। সেই মামলায় কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।