বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ অনশনে অসুস্থ কেজরিওয়াল সরকারের জলমন্ত্রী আতিশী (Delhi Water Minister Atishi)। রাতেই তাঁকে ভর্তি করা হল দিল্লির LNJP হাসপাতালে। রাজধানী দিল্লিজুড়ে গত কয়েকদিন ধরে তীব্র জলসঙ্কট তৈরি হয়েছে। তীব্র গরমে পরিস্থিতি আরও জটিল হয়েছে।


এই বিষয়ে গত ২১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন আতিশী। গতকাল সোমবার ছিল অনশনের পঞ্চমদিন। না খেয়ে টানা আন্দোলনের জেরে সোমবার সকালেই অসুস্থ হয়ে পড়েন কেজরিওয়াল সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সুপারিশ করলেও জাননি।

কিন্তু রাতে অস্বাভাবিক ভাবে ব্লাড প্রেসার কম হয়ে যায়। এরপরেই হাসপাতালে আতিশীকে নিয়ে যাওয়া হয় বলে খবর (AAP Minister Atishi Hospitalised) ।

এর আগে এক বিবৃতিতে আম আদমি পার্টি জানায়, অনশনে জেরে জলমন্ত্রী আতিশীর ব্লাড প্রেসারের অবনতি ঘটছিল। শুধু তাই নয়, অস্বাভাবিক ভাবে ওজন কমে গিয়েছে। গত ২১ জুন অনশনে বসার আগে তার ওজন ছিল ৬৫.৮ কেজি, অনশনের চতুর্থ দিনে ওজন কমে হয় ৬৩.৬ কেজি, অর্থাৎ মাত্র ৪ দিনে ওজন কমেছে ২.২ কেজি। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি মন্ত্রীর সুগার লেভেল নিয়েও উদ্বেগ রয়েছে বলে এক বার্তায় জানিয়েছে আপ আদমি পার্টি।

জলই জীবন। আর সেই জলের দাবিতে লাগাতার অনশনে বসেন জলমন্ত্রী আতিশী। এই বিষয়ে পাকাপাকি ভাবে সমাধান চান তিনি। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় আতিশীর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। দিল্লিতে পৌঁছেই আপ মন্ত্রীর কাছে পৌঁছে যান তাঁরা। তৃণমূলের তরফে এহেন কর্মসুচি খুবই তাৎপর্যপূর্ণ ভাবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইন্ডিয়া জোটের ঐক্যের বার্তা দিতেই আপ মন্ত্রীর মঞ্চে তৃণমূল কংগ্রেস।

বলে রাখা প্রয়োজন, হরিয়ানা সরকার দিল্লির অংশের জল সরবরাহ করছে না। প্রত্যেকদিন ১০০ মিলিয়ন গ্যালন জল সরবরাহের কথা। কিন্ত্য তা করা হচ্ছে না বলে অভিযোগ। এই দাবিতেই অনশন চালাচ্ছিলেন আতিশী। এই বিষয়ে সমধানও চেয়েই অনিরিদিষ্টকালের জন্য অনশনে বসেন তিনি।

বলে রাখা প্রয়োজন, আজ মঙ্গলবারও দিল্লির বহু জায়গায় জল নেই। হাহাকার করছে মানুষ। যদিও জলের গাড়ি দেওয়া হচ্ছে পুরসভার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *