বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন।
পড়ে সংবাদিকদের বলেন, নিট কেলেঙ্কারি নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জানে কিভাবে দুর্নীতিকে দূর করতে হয়! তাই তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যখন রাজ্যের প্রশাসন দুর্নীতিকে চাপা দিতে আপ্রাণ চেষ্টা করছে, তখন দুর্নীকে সমূলে উৎপাটিত করাই কেন্দ্রের লক্ষ্য। তিনি ব্যঙ্গ করে বলেন, এটাই মোদিজী ও দিদির সরকারের পার্থক্য।
তিনি আরো বলেন, দুর্নীতির সামনে আসতেই কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা নেওয়ার সাহস পায় নি রাজ্য। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রানসে হাত দিলে দেখা যাবে এর থেকে অনেক বড়ো কেলেঙ্কারি। তারপরে অভিযোগের সুরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ এখন বোমা বানানো একটা শিল্পে পরিণত হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি এক রাশ ক্ষোভ উগ্রে দেন।