বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতারনার অজস্র কৌশাল। ইদানিং একটি নতুন কৌশাল যুক্ত হয়েছে, স্বর্নালঙ্কার পালিশ করে দেওয়া। পালিশ করে দেওয়ার নামে সেই আলঙ্কার নিয়ে পালিয়ে যায় প্রতারকেরা। ঠিক তেমনি দুটি ঘটনা ঘটেছে অন্ডাল থানা অঞ্চলে।
প্রথমে অন্ডাল থানা রোডের বাসিন্দা বৈশাখী ভট্টাচার্যের সোনার আংটি পালিশ করে দেওয়ার নামে সেই আংটি নিয়েই পালিয়ে যায় দুজন প্রতারক। তারপরে তারা অন্ডাল মোড়ে গীতাঞ্জলি আবাসনের একটি গ্যারেজে একজন বৃদ্ধার কানের দুল পালিশ করতে গিয়ে সেই দুল নিয়েও মোটর সাইকেল করে পালিয়ে যায়। দুজনেই দ্রুত অন্ডাল থানায় অভিযোগ জানান।
পুলিশ অভিযোগ পেয়ে সেই গ্যারেজের সি সি ক্যামেরা খতিয়ে দেখে দুজনকে সনাক্ত করে। নজরদারি বাড়িয়ে দেয় অন্ডাল থানার পুলিশ। শেষে শনিবার বেলা ১২টা নাগাদ তাদের ধাওয়া করে দক্ষিণখন্ড গ্রামে এসে পুলিশ তাদের গ্রেফতার করে। আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।