বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একে শুধু ‘ধস’ বললে কম বলা হবে, একে বিপর্যয় বলাই ভালো। কিন্তু কেন বিজেপির এই বিপর্যয়? দলের ভিতরেই চলেছে নানা বিশ্লেষণ। দানা বাঁধছে ক্ষোভ। রাজনৌতিক বিশ্লেষকেরা এই বিপর্যয়ের পিছনে কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন।
যেমন –
১) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে আক্রমণ – কারণে বা আকারণে ইডি, সিবিআই বা আয়কর দপ্তর বার বার তৃণমূল নেতাদের বাড়তে হানা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। মানুষ এটাকে ভালোভাবে গ্রহণ করেন নি।
২) প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ – অনেক বিজয়ী প্রার্থীর জায়গা বদল করে কেন্দ্রীয় নেতৃত্ব সংকট বাড়িয়েছে। দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরী তার জ্বলন্ত উদাহরণ।
৩) তীব্র ব্যক্তিগত আক্রমণ – রাজনৈতিক প্রচারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এমন কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা ব্যানার্জীকে তীব্র ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছেন – যা মানুষ ভালোভাবে গ্রহণ করেন নি।
৪) গোষ্ঠী-দ্বন্দ্ব – প্রকাশ্যে স্বীকার না করলেও বিভিন্ন মঞ্চ থেকেই গোষ্ঠী-দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বিশেষ করে একদিকে শুভেন্দু-সুকান্ত ও অন্য দিকে দিলীপ ঘোষ ও তাঁর সহযোগী। এটাকে পরাজয়ের একটা কারণ বলে মনে করা হয়।
৫) দল বদলুদের প্রাধান্য দেওয়া – পুরোনো অনেক সক্রিয় কর্মীকে টিকিট না দিয়ে তৃণমূল থেকে চলে আসা একাধিক মানুষকে টিকিট দেওয়াও পরাজয়ের একটা বড়ো কারণ। যেমন তাপস রায় বা অর্জুন সিং।