বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বামী এমনিতে অরাজনৈতিক ব্যক্তিত্ব। তবে রচনা রাজনীতির আঙিনায় আসার পরে তিনি সব সময় রচনাকে সাহায্য করে গেছেন। এমন কি মঙ্গলবার ভোট গণনার সময় তিনি ছিলেন রচনার পাশে।
এবার রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন রচনা বন্দ্যোপাধ্যায়। নবাগতা হলেও তিনি প্রচারে এতটুকু ফাঁক রাখেননি তিনি। অভিনব কায়দায় তিনি প্রচার চালিয়ে গেছেন। আর শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায়ই। স্ত্রীর গর্বে গর্বিত প্রবাল বসু। তবে তিনি নাকি আগেই আঁচ পেয়েছিলেন যে এবার তাঁর স্ত্রীই বিজয়ী হবে। ৪ জুন ভোট গণনার সময় তিনি সারাক্ষণ রচনার পাশে থেকেছেন। এরপর দিদি নম্বর ওয়ান জয়ী হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি।
উচ্ছ্বাস চেপে না রেখে প্রবাল বসু বলেন, ‘আসলে রচনা এমনই। ও যা ছোঁয় সেটাই সোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে।’ একই সঙ্গে প্রবাল জানান তিনি এখন গর্বিত স্বামী। তাঁর কথায়, ‘গর্বে আমার বুক ফুলে যাচ্ছে।’ তবে এই বিষয়ে বলে রাখা ভালো রচনা এবং প্রবাল একসঙ্গে থাকেন না। অভিনেত্রী নিজে জানিয়েছেন তিনি কখনও ‘ভালো স্ত্রী’ হতে পারেননি। তবে তাঁদের বিচ্ছেদ হয়নি। কিন্তু অন্য সময় যাই হোক এই ভোটের লড়াইয়ে প্রবাল বসু সবসময় রচনার পাশে থেকেছেন।