বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপির প্রথম সারির নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গুস্যা হওয়া স্বাভাবিক। তাঁকে জেতা সিট থেকে সরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
এই জায়গা পরিবর্তন কি তাঁর পরাজয়ের কারণ? এমন প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে।” কিন্তু দিলীপ ঘোষ ছিলেন অসহায়।
তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন, বাংলায় তখনই বিজেপির ব্যাপক উত্থান ঘটে। কিন্তু সুকান্ত-শুভেন্দুর হাতে নেমে আসে বিপর্যয়। এমন কি তাঁর প্রচারের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে পাঠিয়ে দিলেন আন্দামানে প্রচার করতে। এই সিদ্ধান্তকে তিনি কিভাবে দেখছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, “চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে।” দিলীপ ঘোষের শরীরী ভাষায় ছিল যথেষ্ট ক্ষোভ।