বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল সকাল বুথে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন। সাধারণ ভোটারদের সঙ্গেই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ মিঠুন চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে বিজেপির হয়ে একাধিক কেন্দ্রে প্রচারে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা। বিজেপিতকে যোগ দিয়েই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তার পর থেকে এক কথায় শাসক দলের বিরুদ্ধে একাধিক সভায় গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
কলকাতা শহরের বেলগাছিয়ার ভোটার তিনি। অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। সারাবছর তাঁকে সেখানে না দেখা গেলেও নিয়ম করে ভোট দিতে আসেন তিনি। শনিবার সকাল সকাল বেলগাছিয়ার বুথে পৌঁছে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিকরা তাঁর ছবি তুলতে গেলে বাধা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা।