বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বর্ষা ঢুকে পড়েছে কেরলে। এদিকে রাজ্যে শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ জেলায় জেলায় চলছে বর্ষণ। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এদিকে আগামীকাল দেশে শেষ দফার নির্বাচন। বৃষ্টি মাথায় নিয়েই ভোটের লাইনে দাঁড়াতে হবে শহরবাসীকে।
কারণ আগামী ৫ দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমীবায়ু। তার আগে গোটা রাজ্যেই শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদহ, দুই দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়বে। অর্থাৎ সপ্তম দফার ভোটে ঝড়বৃষ্টি চলবে কলকাতা সহ দুই ২৪ পরগনায়।
শুক্রবার সাত সকালে বাঁকুডায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যবাসীকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সম্ভাবনা দেখা দিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগে থেকেই এই নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর রিমেল প্রচুরক জলীয় বাস্প নিয়ে এসেছিল ভূখণ্ডে। তার সঙ্গে আবার তাল মিলিয়েছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। তার জেরেই এই বর্ষণ। আবার একে প্রাক বর্ষার বৃষ্টি বলেও জানানো হয়েছে। কারণ আগামী রবিবার উত্তরবঙ্গে প্রবেশ করছে বর্ষা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী ৫ দিন। শনিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তার মধ্যে আবার তিন জেলায় রয়েছে কমলা সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতাতেও বর্ষণ চলবে। শনিবার কলকাতায় বৃষ্টির দাপট বাড়বে। এদিকে শনিবার কলকাতা সহ দুই ২৪ পরগনায় ভোট রয়েছে। বৃষ্টি মাথায় করেই শহরবাসীকে ভোটের লাইনে দাঁড়াতে হবে। তবে শনিবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম ফের বাড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।