বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: টি২০ ক্রিকেট মানেই তারুণ্যের খেলা, তরুণ ক্রিকেটাররাই এই খেলার মূল নিয়ন্ত্রক, এমনই ধারণা প্রচলিত ছিল ক্রিকেট বিশ্বে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ধারণাকে ভুল প্রমাণিত হচ্ছে।
ফিটনেস থাকলে বয়স যে কোনও ফ্যাক্টর নয় তা বুঝিয়ে দিচ্ছেন রোহিত-বিরাটরা। এমনকি আসন্ন বিশ্বকাপে অভিজ্ঞ অধিনায়কদেরই রমরমা বেশি। ফলে নবীনদের খেলায় দাপট প্রবীণ অধিনায়কদের। এবারের টি২০ বিশ্বকাপে রমরমা বয়স্ক অধিনায়কদেরই।
এবারের টি২০ বিশ্বকাপে ২০ অধিনায়কের গড় বয়স দাঁড়িয়েছে ৩০.৬৫। তাদের মধ্যে, তিনজন অধিনায়ক আবার ৩৭ পেরিয়ে গিয়েছেন, কানাডার সাদ বিন জাফর এবারের বিশ্বকাপে সবথেকে প্রবীণ অধিনায়ক। তাঁর বয়স ৩৭ বছর ২০৩ দিন। কানাডার অধিনায়কই সবচেয়ে বয়স্ক এবারের বিশ্বকাপে।
স্কটল্যান্ডের রিচি বেরিংটন আছেন দ্বিতীয় স্থানে, তাঁর বয়স ৩৭ বছর ৫৮ দিন। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের রোহিত শর্মা, তাঁর বয়স ৩৭ বছর ৩১ দিন।। এদিকে, নেপালের রোহিত পাউডেল(২১ বছর, ২৭২ দিন) হতে চলেছেন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ অধিনায়ক। এবার এক নজরে দেখে নেওয়া যাক এবারের কোন দলের অধিনায়কদের বয়স কত?
আফাগানিস্তানে রশিদ খানের বয়স ২৫ বছর। অস্ট্রেলিয়ার নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মিচেল স্টার্ক তাঁর বয়স ৩২ বছর। বাংলাদেশ এবার তরুণ অধিনায়কের উপরই আস্থা রেখেছে। দলে শাকিবের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও নেতৃত্বের দায়িত্বে রয়েছেন ২৫ বছরের নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ডের অধিনায়কের বয়সই এবার বেশি। জস বাটলারের বয়স ৩৩। একই বয়স আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংয়ের। নাবিবিয়ার মিরউই গারহার্ডের বয়স ২৯। নেদারল্যান্ডস দলের অধিনারয়ক এবার স্কট এডওয়ার্ড, তাঁর বয়স ২৭। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও কিন্তু বয়স্কদের তালিকাতেই আছেন। তাঁর বয়স ৩৩।