বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মদন মিত্র আছেন মদন মিত্রতেই। শারীরিক অসুস্থতার কারণে অথবা গোষ্ঠী কোন্দলের কারণে তিনি নির্বাচনী প্রচার থেকে এতদিন দূরেই ছিলেন। মদন মিত্র শুধু বাম ও বিজেপিকেই আক্রমন করলেন না, তিনি এখন রংদেহী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও।

শুক্রবার সকালে তিনি বলেন, “দমদম মানে দাওয়াই। আমি যদি বলি, দমদম ধোলাই হবে, তাহলে সেটা অসাংবিধানিক হবে। আমি দাওয়াইয়ের কথা বলছি।” সঙ্গে তিনি আরও বলেন, “তৃণমূল কর্মীরা জানে, কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। ভোটের দিন ওআরএস থাকবে।” স্বাভাবিক কারণেই সিঁদুরে মেঘ দেখছেন বিরোধীরা।

মিত্র মশাই ওখানেই না থেমে টার্গেট করলেন কেন্দ্রীয় বাহিনীকে। বললেন, “কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেইন গান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ORS দাও, তাই হয় নাকি! লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।” নাগরিক মহল বলছেন, মদন মিত্রের এই ইশারাই কাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *