বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। তবে জেলাগুলিতে তা ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা ঊর্ধমুখীই থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে দু’দুটি পশ্চিম ঝঞ্ঝার প্রভাব যতক্ষণ না কমছে, ততক্ষণ পরিস্থিতি এইরকমই থাকবে। সেক্ষেত্রে ১০ জানুয়ারি বুধবারের আগে আবহাওয়ার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তারপরেও যে তাপমাত্রা কতটা নামবে, সে সম্পর্কে এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ আবহবিদরা।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে । এছাড়া এই সময়ের মধ্যে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। এছাড়া আগামী তিন দিন জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই বেড়েছে। এদি বাঁকুড়ায় ১৩.৪ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ১০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।