বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ৭১ তম এভারেস্ট দিবস উদ্যাপন করলেন মেয়র গৌতম দেব। তেনজিং নোরগে মুর্তির পাদদেশ, দার্জিলিং মোড় এলাকায়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের সদস্য এবং এম এম আই সি এবং কাউন্সিলারেরা।
মেয়র জানান আজকাল এভারেস্ট এ ওঠা এবং এভারেস্ট জয় করা শুধুমাত্র খবর হয়েই আসে। কিন্তুু যারা এই সাহস মানুষকে দিয়েছিলেন সেই তেনজিং নোরগে এবং আডমন্ড হিলারি আমাদের মাঝে চির স্মরনীয় হয়ে থাকবেন। আজকে তার জন্মদিন অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকল তার জন্য। তার কীর্তি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। তেনজিং নোরগে এবং আডমন্ড হিলারি শুধুমাত্র প্রথম এভারেস্ট জয়ী নন তারা ভারতের পথ প্রদর্শক। তাই আজকের দিনটিকে তাদের জন্য ব্যায় করলাম আমরা।