বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অক্ষয় কুমার – নামটাই ভারতীয় বিনোদন জগতে যথেষ্ট। কিন্তু অভিমান করে তিনি এক সময় ভারত ছেড়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন। ফলে ভারতে আর ভোট দিতে পারেন নি।
তবে ভাগ্যের ছিল অন্য লিখন। অক্ষয় কুমার রাজ করবেন ভারতের বুকেই। তেমনটাই ছিল স্থির। কিন্তু কেন তিনি ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন জানেন? অক্ষয় কুমার একের পর এক ছবি করছেন তখন। সাল সম্ভবত, ১৯৮৯। পর পর ছবি মুক্তি পেতে থাকে অক্ষয় কুমারের। কিন্তু বলিউডের খিলাড়ি সেবার একটাও বাজি জিততে পারেননি। একের পর এক ছবি ফ্লপ। পরপর ১৫ ছবি মুখ থুবরে পড়ে বক্স অফিসে। তারপরেই তিনি স্থায়ীভাবে কানাডায় চলে যেতে চান। নাগরিকত্ব নেন কানাডার। তারপর?
তবে সেখানে গিয়ে কিছুদিন যেতে না যেতেই তিনি দেখেন তাঁর ছবি চলতে শুরু করেছে। একের পর এক ছবি হিট। সেই সময় তিনি বুঝতে পারেন, তিনি ক্যামেরার সামনেই কাজ করতে চান। তিনি ক্যামেরা থেকে দূরে থাকতে পারবেন না। কিন্তু ততদিনে তাঁর কানাডার নাগরিকত্ব নিয়ে ফেলেছিলেন। ফলে তিনি ভারতে ফিরলেও এখানের নাগরিক হয়ে উঠতে পারছিলেন না। তারপর চলে দীর্ঘ প্রতীক্ষা। একটা সময় বারবার আবেদন করেছিলেন অক্ষয় কুমার ভারতীয় নাগরিকত্বের জন্য । অবশেষে ৩৩ বছর পর তিনি ২০২৩ সালে সেই নাগরিকত্ব ফিরে পান। আর ২০২৪ সালে এসে তিনি লোকসভা নির্বাচনে ৩৪ বছর পর ভোট দিতে পারেন। আর সেই খুশিতেই অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ২০ মে, তিনি সকাল সকাল গিয়ে নিজের ভোট দিলেন।