বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তাঁকে হারাতে গুজরাত থেকে এনে তৃণমূল প্রার্থী করেছে ইউসুফ পাঠান। অন্যদিকে, অধীর চৌধুরী জোট বেঁধেছেন সিপিআইএমের সঙ্গে।
মুর্শিদাবাদের সবকটি কেন্দ্রেই চলছে প্রচার। মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মহঃ সেলিম যেমন প্রাচের তাঁকে সঙ্গী করছেন, অধীর চৌধুরীও তাঁর কেন্দ্রে প্রচারে মহঃ সেলিমকে সঙ্গী করেছেন।
তারই মধ্যে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছেন অধীর চৌধুরী। সেরকমই এক প্রচার সভায় অধীর চৌধুরী বলেছেন, তৃণমূলের থেকে ভাল বিজেপিকে ভোট দেওয়া। ইতিমধ্যেই অধীর চৌধুরী বক্তব্যের এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে আমরা এই বক্তব্যের সত্যতা যাচাই করিনি। তবে ওই ভিডিও বিকৃত বলে দাবি করেছে কংগ্রেস।
স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেলে অধীর চৌধুরী গিয়েছিলেন, লালগোলায়। সেখানে জঙ্গিপুর কেন্দ্রে দলের প্রার্থী মুর্তজা হোসেন বকুলের সমর্থন সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো। অধীর চৌধুরী এও বলেন, তৃণমূল-বিজেপি আসলে একে অপরের পরিপূরক। ভিডিওতে দেখা গিয়েছে অধীর চৌধুরীর বক্তব্য রাখার সময় মঞ্চে রয়েছেন সিপিআইএমের মহঃ সেলিমও। তৃতীয় দফায় সাত মে জঙ্গিপুর কেন্দ্রে ভোট রয়েছে।
অধীর চৌধুরী এই মন্তব্য নিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। তারা বলছে, এটাই বিজেপির বিটিমের মুখের ভাষা। জন সমক্ষে অধীর চৌধুরী জনগণকে বিজেপিকে ভোট দিতে বলছেন।
এব্যাপারে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছেন, তৃণমূল নামক দলটার ঘৃণ্য চক্রান্তের আরও এক নমুনা। হেরে যাওয়ার ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস নেতা বলেছেন, বিজেপি-তৃণমুলের আইটি সেল চক্রান্ত করে মঙ্গলবার লালগোলায় কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন ( বকুল)- এর সমর্থনে আয়োজিত সভায় অধীর চৌধুরীর বক্তব্যের আগের এবং পরের অংশ বাদ দিয়ে সোশাল মিডিয়া এবং মিডিয়াতে ছড়িয়েছে। পুরো বক্তব্যটা শুনলে বোঝা যাবে অধীর চৌধুরী ঠিক কী বলেছেন কিংবা বলতে চেয়েছেন।
তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে তাকে ধিক্কার জানিয়েছেন। সৌম্য আইচ রায় বলেছেন, এই ভাবে কংগ্রেসকে পরাজিত করা যাবে না। অধীর চৌধুরীকেও আটকানো যাবে না। এই চক্রান্ত এবং ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কংগ্রেস নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে মুর্শিদাবাদের এক সিপিআইএম নেতা বলেছেন, ওই কথার পরে অধীর চৌধুরী বলেছেন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে জেতাতে হবে। কিন্তু অধীর চৌধুরী ফুলটস বল দিয়েছেন। যার সুযোগ নিচ্ছে তৃণমূল।
এর আগে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে কটাক্ষ করেন। তিনি বলেন, লোকসভায় বিরোধী দলনেতাকে দেখেছেন? মোদী তো ওঁকে বুকে আগলে রাখেন! উনি কি সত্যিই কংগ্রেসি নাকি বিজেপির বন্ধু প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে একসময়ে কংগ্রেসের শক্তি ঘাঁটি বলে পরিচিত মালদহ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো।
মালদহের নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় বিজেপির দুটো চোখ। একটা সিপিএম আর একটা কংগ্রেস। আর তিনি মানুষের জন্য কাজ করেন, ওদের মতো বিজেপির দালালি করেন না। তিনি বলেন, লোকসভায় কখনও কংগ্রেসকে দেখেছন বাংলার জন্য কথা বলতে? তা হলে কেন ওদের জেতাবেন?