বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মমতা দিদি ও ভাইপোর বিদায় আসন্ন। বর্ধমানের সভা থেকে এই কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শাহকেই চ্যালেঞ্জ করলেন অভিষেক৷ এবার ডায়মন্ড হারবার থেকে অমিত শাহকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিকেলে মথুরাপুরে সভা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অমিত শাহকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন তিনি। শাহ পরিবারতন্ত্রের কথা বলেছিলেন। তাই নিয়েও খোঁচা দিলেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটি উপায় দিয়েছেন অমিত শাহকে৷ তিনি বলেন, “আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, তাহলে আপনাকে তিনটে অপশন দিচ্ছি। প্রথম, বাংলার ১ লক্ষ ৬৪ হাজার কোটি প্রাপ্য টাকা ছেড়ে দিন৷ দ্বিতীয় অপশন, গরিব মানুষের বাড়ির টাকা এক মাসের মধ্যে ছেড়ে দিন। ”
তৃতীয় অপশনে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হয়নি৷ অমিত শাহ নিজে লড়াই করুক অভিষেকের বিরুদ্ধে। অভিষেক বলেন, “আপনি নিজে এসে আমাকে হারান। তিনটে আপনাকে রাস্তা দিলাম।”
অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বলেন, আপনি বলছেন, তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী বানাতে চায়। আপনি নিজের মনের সুপ্ত বাসনা বলছেন। আপনি আপনার ছেলেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট বানাতে চান। সবাই আপনার মতো নয়।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহের সঙ্গে রাজনীতির ভাবনা সম্পর্কে কটাক্ষ করেন তিনি৷ রাজনীতি শব্দ ভাঙলে রাজ ও নীতি পাওয়া যায়। অমিত শাহ ‘রাজ’ – এ বিশ্বাসী। আর তিনি নীতিতে বিশ্বাসী।