বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত তিন মাস আগের ঘটনা, কোন কারনে শিলিগুড়ির সেবক রোডে কেটে ফেলা হল তিরিশটি গাছ। ক্ষোভে সেই সময় ফেটে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। আজ যখন প্রচণ্ড গরমে হাসফাস করছেন সাধারন মানুষ,তখন ক্ষোভে ফেটে পড়ছেন তারা।
তারা জানিয়েছেন এইভাবে কোন বড় কারন ছাড়াই যেভাবে এইসব গাছ কেটে ফেলা হল নিন্দার ভাষা নেই। এত লোকের আশ্রয় স্থল ছিল এই গাছগুলি, সেই গাছ কেন কেটে ফেলা হল,আর কে বা কারা এই জঘন্যতম কাজের সাথে জড়িত সেটা এখনো জানেন না কেউই।বিষয়টি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কানে পৌছে গেছে সেটা জানেন সবাই। এবং মেয়র সবাইকে কথা দিয়েছিলেন যে এই বিষয়টি তিনি দেখবেন। তবুও এই বিষয়টি নিয়ে কেন কোন সিদ্ধান্তে আসতে পারল না শিলিগুড়ি পুরনিগম এটাই আপাতত অন্ধকারে পড়ে আছে। তবে সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যেমন গাছ কাটা হল তেমনি গাছ লাগানো হোক।