বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে জয় পেল দিল্লি। নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত ঋষভ পন্থরা জয় পেলেন ৪ রানে।
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শুভমান গিলের দল।ওয়ার্নার এই ম্যাচ খেলেননি। ফলে দিল্লির হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। যদিও দুই ওপেনারই বড় রান পেলেন না।
তিনে নামা অক্ষরের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন পন্থ। ৬৮ বলে ১১৩ রান যোগ করে এই জুটি। অক্ষর ৪৩ বলে ৬৬ রানে ফেরেন। রমধ্যে রয়েছে পাঁচটি চার ও চারটি ছক্কা। বুধবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৩ বলে ৮৮ রান করেছেন তিনি। আটটি ছক্কা মেরেছেন এই বাঁ হাতি ব্যাটার। যা মূলত পন্থের দাপটে শেষ চার ওভারে দিল্লি যোগ করল ৮১ রান। দলের ইনিংসকে মজবুত জায়গায় পৌঁছে দিয়ে পন্থ বুঝিয়ে দিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত।
এই ইনিংসের মধ্য দিয়ে ভারতের বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন পন্থ। যে ভাবে এগোচ্ছেন, অন্তত উইকেটরক্ষকের জায়গাটা নিয়ে ভাবতে হবে না অজিত আগরকারের নির্বাচক কমিটিকে। ছয়ে নামা ত্রিস্তান স্টাবস ৭ বলে ২৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলল দিল্লি।
গুজরাতের বোলারদের মধ্যে সফলতম সন্দীপ ৩ উইকেট নিলেন ১৫ রান খরচ করে। ৩৬ রানে ১ উইকেট নুরের। শুভমনের দলের আর কোনও বোলার উইকেট পেলেন না।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল গুজরাত। মাত্র ৬ রান করে নরখিয়ার বলে আউট হলেন অধিশনায়ক শুভমান গিল। এবারে গিলকে একেবারেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না। অধিনায়কত্বের চাপ তাঁর ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলছে। ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন একটা লম্বা ইনিংস খেললেন। পাপালি ২৫ বলে ৩৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন। অন্যদিকে পরিবর্ত হিসেবে নাম ৩৯ বলে ৬৫ রান করলেন। তাঁর ইনিংসে ছিলে সাতটি চার ও দুটি ছক্কা।
আজমাতুল্লাহ ওমরজাই ১ রান করে আউট হলেন। শাহরুখ খান ৮ এবং রাহুল তেওটিয়া ৪ রানে আউট হলেন। তবে ম্যাচ জমিয়ে দিলেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত ২৩ বলে ৫৬ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন মিলার। ছয়টি চার এবং তিনটি ছক্কা মারেন মিলার।
এরপর ম্যাচকে আরও নাটকীয় মাত্রা দিলেন রশিদ খান এবং সাই কিশোর। ৬ বলে ১৩ রান করলেন কিশোর। শেষ ওভারে বল করতে আসেন মুকেশ কুমার। শেষ ওভারে গুজরাতের দরকার ছিল ১৯ রান। কিন্তু ১৫ রানের বেশি করতে দিলেন না মুকেশ। রশিদ ১১ বলে ২১ রানে অপরাজিত থাকলেন।শেষ পর্যন্ত ৪ রানে জিতল দিল্লি।
দিল্লির বোলারদের মধ্যে রাসিক সালাম তিনটি, কুলদীপ দুটি, মুকেশ, নরখিয়া, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিলেন। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এল দিল্লি। সাত নম্বরে নেমে গেল গুজরাত।