বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: ভোটের আগে উত্তর প্রদেশে উত্তেজনা চড়ছে। গতকাল রাতে জেলের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা যান কুখ্যাত গ্যাংস্টার মুক্তার আনসারি। ইতিমধ্যেই একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়ছে।
এদিকে এই ঘটনা সত্যতা মানতে নারাজ তাঁর নাতি। পরিবারের লোকেরা দাবি করেছেন তাঁকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।
ইতিমধ্যেই আনসারির মৃত্যুর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওগ্রাফির মাধ্যমে তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। বান্দা হাসপাতালে হবে ময়নাতদন্ত। ভিসেরা সংরক্ষণ করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। মোরাদাবাদে তাঁকে সমাধিস্থ করা হবে বলে জানা গিয়েছে।
৬৩ বছরের মুখতার আনসারিকে গতকাল রাতে অচৈতন্য অবস্থায় জেল থেকে রানি দুর্গাবতী হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। জানানো হয় জেলের মধ্যেই শৌচাগারে পড়ে গিয়েছিলেন আনসারি। তারপরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে আসার পর ৯ জন চিকিৎসক তাঁকে পরীক্ষা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জেলের পক্ষ থেকে জানানো হয় হার্ট অ্যাটাকে মত্যু হয়েছে আনসারির।