বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে এবার দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে টিএমসি। বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রচনাকে। এক কথায় শাসক দলের বড় চমক বলাই চলে।
ইতিমধ্যেই হুগলিতে রচনা সমর্থনে প্রচার শুরু হয়ে গিয়েছে। দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে রচনা ব্যনার্জির সমর্থনে। তিনি নিজেও কিন্তু এই নিয়ে বৈঠক করেছেন দলের নেতা নেত্রীদের সঙ্গে। রচনা প্রার্থী হতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি এবার দিদি নম্বর ওয়ানের শোতে দেখা যাবে না তাঁকে।
দিদি নম্বর ওয়ান শো-র দৌলতেই কিন্তু রচনা ব্যানার্জির ঘরে ঘরে নাম। এই শোয়ের জনপ্রিয়তা এতোটাই যে রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর অভিনয় জীবনে যে জনপ্রিয়তা পানননি এই শো তাঁকে সেই জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। তবে বাংলা ছবির অভিনয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন রচনা।
টলিউড থেকে বলিউডে একাধিক ছবি করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন একাধিক বড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এমনকী তামিল, তেলুগু, কন্নড় সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন দাপিয়া। পাশের রাজ্য ওড়িশার একাধিক ছবিতে দাপটে অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দিদি নম্বর ওয়ান টেলিভিশন শো-টি তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে সেটি তিনি আগে পাননি।
টলিউড থেকে বলিউডে একাধিক ছবি করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন একাধিক বড় অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এমনকী তামিল, তেলুগু, কন্নড় সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন দাপিয়া। পাশের রাজ্য ওড়িশার একাধিক ছবিতে দাপটে অভিনয় করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তারপরেও দিদি নম্বর ওয়ান টেলিভিশন শো-টি তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে সেটি তিনি আগে পাননি।
ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি এখন দিদি নম্বর ওয়ান হিসেবেই। সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করতেই শাসক দল তৃণমূল কংগ্রস তাঁকে প্রার্থী করেছে। হুগলি লোকসভা কেন্দ্রে শাসক দলের বড় চমক বলা চলে। এদিকে রচনা প্রার্থী হতেই দিদি নম্বর ওয়ানের সঞ্চালকের পদে তিনি থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি অভিনেত্রী এবার কেবল রাজনীতিতেই মন দেবেন। অন্য কাউকে কি দেখা যাবে দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায়?
যদিও অভিনেত্রী নিজে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন এবং তিনি দাবি করেছেন, দিদি নম্বর ওয়ান তিনি ছাড়ছেন না। তবে হ্যাঁ শ্যুটিং আর প্রচারের মাঝে একটু চাপ বাড়বে। প্রচারের মাঝেই তিনি সময় বের করে শ্যুটিং করবেন বলে জানিয়েছেন। এর আগে দিদি নম্বর ওয়ানে রচনার জায়গায় সুদীপাকে দিয়ে কয়েকদিন সঞ্চালনা করানো হয়েছিল। কিন্তু তাতে দর্শকরা রচনার জায়গায় সুদীপাকে মেনে নিতে পারেননি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও শুরু হয়েছিল।
কাজেই যাঁরা আশঙ্কা করছেন এবার হয়তো দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় দেখা যাবে না রচনাকে। তাঁদের আস্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন। তিনিই থাকছেন সঞ্চালনায় এখনও পর্যন্ত এই নিয়ে কোনও কথা হয়নি তাঁর সঙ্গে। প্রচারের মাঝে মাঝে তিনি সঞ্চালনা চালিয়ে যাবেন।