বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যেগে পালন করা হল নারী দিবস। এই উপলক্ষে শিলিগুড়ি হেড পোস্ট অফিসের সামনে দুস্থদের জন্য খাবারের ব্যাবস্থা ছাড়াও ছিল কিছু সচেতন মুলক বার্তা।
জেলার মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র জানালেন এখন সারা পৃথিবীতে পুরুষ এবং মহিলার সমান অধিকার। মহিলারা যে কোনভাবেই ছেলেদের থেকে পিছিয়ে নয় সেটা তারা বুঝিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষকে। তাই আজকের দিনে সারা পৃথিবীর সমস্ত মহিলাদের সম্মান জানানো হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমাদের সবাই এখানে উপস্থিত হয়েছেন মহিলারা যারা সারা দিন পরিশ্রম করে চলেছেন ঘরে এবং বাইরে তাদের জন্য। আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের দিনটির জন্য। আজকের নারী দিবসের সুবাস শুধুমাত্র বাংলার মাটিতে নয় সারা ভারত এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।