বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেশের অধিকাংশ জায়গায় বসন্ত বিরাজ করছে। শীত চলে গিয়ে কোথাও শিরশিরানি হাওয়া আবার কোথাও গরম ভাব। সেই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছে।
যে কারণে রাজ্যগুলির জন্য কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে ২ মার্চ শনিবার পঞ্জাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে। যে কারণে এক থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে তা উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকাতেও প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরের কয়েকটি উঁচু জায়গায় নতুন করে তুষারপাত হয়েছে। আবার একই সময়ে সংলগ্ন সমতল এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পয়লা মার্চের ভোর থেকে তিন মার্চের বিকেলের মধ্যে এলাকাগুলির মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দোসরা মার্চ বৃষ্টি কিংবা তুষারপাত বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জম্মু-কাশ্মীর-লাদাখে পয়লা মার্চ ও দোসরা মার্চ ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। দোসরা মার্চ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশে পয়লা ও দোসরা মার্চ ভারী বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়াও সংলগ্ন এলাকাগুলিতে ২৯ ফেব্রুয়ারি থেকে চার মার্চের মধ্যে বিশেষ করে পয়লা ও দোসরা মার্চ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লিতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে। পয়লা ও দোসরা মার্চ উত্তরপ্রদেশ ও রাজস্থানে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতর ২৯ ফেব্রুয়ারি, পয়লা ও দোসরা মার্চ পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মধ্যপ্রদেশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২৮ ফেব্রুয়ারি। এছাড়া পয়লা, দোসরা ও চৌঠা মার্চ বিভিন্ন জায়গায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
আবহাওয়া দফতর উত্তরাখণ্ডে ১ মার্চ, পশ্চিম উত্তর প্রদেশে ২ মার্চ শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। দোসরা মার্চ হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড় ও পশ্চিম উত্তর প্রদেশে শিলাবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে অরুণাচল প্রদেশে আগামী দিন ছয়েক বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। ২৮ ফেব্রুয়ারি অসম, মেঘালয়,, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রায়ালসীমায় আগামী আগামী ৪-৫ দিন গরম এবং আর্দ্রতাজনিত পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী দিন দুয়েক কেরলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলার আবহাওয়া আপাতত শুকনো থাকতে চলেছে। আগামী ২ মার্চের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছঝে আবহাওয়া দফতরের তরফে।