বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য। এদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় নেমে গিয়েছে। তবে এদিন সকালের দিকে না হলেও দুপুরের দিকে কিছু সময়ের জন্য রোদের দেখা মিলেছে। এদিনের পাশাপাশি রবিবার কলকাতায় না হলেও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি কম। আসানসোল সর্বোচ্চ তাপমাত্রা যেখানে স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম, সেখানে বহরমপুরেও কম চার ডিগ্রি। বাঁকুড়ায় ছয়, বর্ধমানে পাঁচ, কলকাতায় ছয়, কৃষ্ণনগরে চার, মালদহে পাঁচ ডিগ্রি কম ছিল। এদিনও কমবেশি একই পরিস্থিতি।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময় এবং রবিবারের জন্য দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া এদিনের বাকি সময় এবং রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলা ছাড়া বাকি সব জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫, যা স্বাভাবিকের এক ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১০.১ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনের বেলায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত পরিষ্কার থাকলেও রাত কিংবা ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।