বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে, সাংবাদিক বৈঠক করলো দার্জিলিং জেলা সিপিএম( বামফ্রন্ট ) উপস্থিত ছিলেন মুকুল সেনগুপ্ত, দার্জিলিং জেলা বামফ্রন্টের সম্পাদক জীবেশ সরকার এবং সমন পাঠক।
এদিন জীবেশ সরকার জানালেন তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে ব্যর্থ পুরসভা চালাচ্ছে। মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে পারছে না, দিনের পর দিন জলের কষ্টে ভুগছে মানুষ, মানুষকে দূষিত জল খাওয়ানো হচ্ছে, অথচ মেয়র বলছেন জল ভালো হবে। শিলিগুড়ির মানুষ এই দোটানায় দিনের পর দিন কাটিয়ে যাচ্ছেন, অথচ কোন সমাধান নাই, একই অবস্থা যানজটের, এটি চলা মানুষ এবং বয়স্কদের রাস্তা দিয়ে চলায় দায় হয়ে পড়েছে। সবকিছু ঊর্ধ্বে চলে গেছে, নিজেরা নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য যা খুশি তাই করে যাচ্ছে। সিপিএম যখন ছিল তখন এত সমস্যা ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেস এসে মানুষের সমস্যা বাড়িয়েছে কমিয়ে দেয়নি। অন্যদিকে মুকুল সেনগুপ্ত জানান চূড়ান্ত অব্যবস্থা চলছে শিলিগুড়ি পুরসভায়, প্রতিবাদ করার কেউ নাই, মানুষের সমস্যাকে নিজের হাতে নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস, অথচ কোন সমাধান নাই। আমরা সমস্ত দাবি নিয়ে বেশ কয়েকদিনের মধ্যেই রাস্তায় আন্দোলনে নামবো। কারণ তৃণমূল কংগ্রেস ভুল রাস্তায় চলছে, মানুষের গায়ে ভোট পেয়ে মানুষকে ভুলে গেলে হবে না।