বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটি নদী যখন দুটি বা তার বেশি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেই দেশগুলোর মধ্যে জল বন্টন নিয়ে একটি চুক্তি করা হয়। তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই এই সমস্যা আছে ভারত-বাংলাদেশের মধ্যে।

 

আবার সেই বিতর্ক সামনে আনলেন বাংলাদেশের জল-সম্পদ মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বাংলাদেশের পানি ভবনে ‘অভিন্ন নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা’ নামে এক সেমিনার হয়। সেখানেই সৈয়দা রিজওয়ানা হাসান জানান, উজানের দেশ এবং ভাটার দেশের মধ্যে যাতে জলের সুষম বণ্টন হয়, তা নিশ্চিত করতে সার্ক এবং আসিয়ান দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় নয়া বাংলাদেশ সরকার। তিনি আরও জানান, বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়লে, রীতি অনুযায়ী সেই তথ্য প্রতিবেশি দেশকে জানাতে হয়। তিনি বলেন, তিস্তার জল স্তর এতটা বেড়ে গেছে তা যদি ভারত তাদের আগের থেকে জানাতো তাহলে তাদের দেশে এতো মানুষের মৃত্যু হতো না।

প্রসঙ্গত ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়, তিস্তার জল বণ্টনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ছিল ভারত ও বাংলাদেশ। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে জলের ঘাটতির কথা জানিয়ে, সেই চুক্তিকে সমর্থন করেননি। তাই চুক্তিটি সেখানেই থমকে গিয়েছিল। এর আগেই সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছিলেন, ওই চুক্তি থেকেই তিস্তার জল বন্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় ইউনুস সরকার। অন্যথায় এই দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক তৈরী হবে না।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *