বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বলিউডে শাহরুখ খান এখন নিজেই একটা ইন্ডাস্ট্রি। অমিতাভর পরে আর কারোর ভাগ্যে এতো খ্যাতি কখনো আসে নি। তিনি যে বাদশা। বলিউডের বাদশা এমন ঝঞ্ঝাটে আগে বিশেষ পারেন নি। কিন্তু তাঁর ভক্তকুল যে শাহরুখ নামে উতলা।

 

বলিউড বাদশা শাহরুখ খান আইফা ইভেন্টের জন্য আবুধাবি যাচ্ছিলেন। তার মাঝেই মুম্বই বিমানবন্দরে ঘটল বিপত্তি। তাঁর আসার ভিডিও এবং ছবি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে এক ভিডিওয় দেখা যাচ্ছে, শাহরুখ দেহরক্ষীদের দ্বারা বেষ্টিত হয়ে গাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে যাচ্ছেন। তখনই কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও ভক্তরা তাঁর দিকে ছুটে আসে। এবং সেখানেই এক যুবতী ভিড়ের মধ্যে পিছন থেকে ধাক্কা দেন। প্রশ্ন উঠেছে, এতো নিরাপত্তার মধ্যে কি করে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা?

বাদশা অবশ্য খুব ভালো জানেন যে কিভাবে সামলাতে হয় ভক্তকুলকে। শাহরুখ প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেন। শাহরুখ তাঁর সংযম বজায় রেখেছেন। এমনকী বিমানবন্দরে প্রবেশের আগে ভক্তদের দিকে হাতও নাড়েন। কিং খান একটি কালো সোয়েটশার্ট পরে বিমানবন্দরে এসেছিলেন। তার সঙ্গে ম্যাচিং ট্রাউজার এবং জুতো ছিল। তিনি একটি টুপি এবং সানগ্লাসও পরে ছিলেন। ঘটনাটি অনলাইনে সাড়া ফেলেছে। একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় কিং খানের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আর এক ভক্ত এই ঘটনাকে “ভীতিকর” বলে বর্ণনা করেছেন। খবরে প্রকাশ, শাহরুখ ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর নির্ধারিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (IIFA)-এ অংশগ্রহণ করবেন। ইভেন্টটি তামিল, তেলুগু, কন্নড, মালয়ালম – সমস্ত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিগুলিকে শ্রদ্ধা জানিয়ে শুরু হবে। সুপারস্টার চিরঞ্জীবীকে এই অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হবে।
আইফার দ্বিতীয় দিনে, শাহরুখ পুরষ্কার রাতের হোস্ট হিসাবে ভিকি কৌশল এবং করণ জোহরের সঙ্গে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *