বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শীতের কামড় অব্যাহত। দুই বঙ্গেই শীত জাঁকিয়ে বসেছে। এই মুহূর্তে চলেছে শৈত্য প্রবাহ। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও তাপমাত্রা একই রকম থাকবে। কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না রাজ্যে। তবে আবার বৃষ্টির হবে।
হাওয়া অফিসের আজকের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আবার শুরু হবে বৃষ্টি। মূলত বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারীর শুরুতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। তারপরে সরস্বতী পুজোর পড়ে ধীরে ধীরে বিদায় নেবে শীত। তবে বুধ ও বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। ৩০ ও ৩১ জানাুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গে আবস্থা একই রকম থাকবে। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা। উত্তরের জেলা গুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। পর্যটকদের জন্য বার্তা যে উত্তরবঙ্গে আরো বেশ কিছুদিন ভালো ঠান্ডা থাকবে।