বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শুক্রবার কলকাতা-সহ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও এদিন তা বেশ কিছুটা কমেছে। রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে ছয় ডিগ্রি কম রয়েছে। যে কারণে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। রাজ্যের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আপাতত এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে, কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু’দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সবকটি জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তারপরে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন চারেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। তবে বেলার দিকে তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।