বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
প্রবল ঠান্ডার কবলে সমগ্র উত্তর ভারত। সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদন এর থেকে কোনও স্বস্তি পাওয়া যাবে না। আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও উত্তর রাজস্থানের কিছু অংশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
ঠান্ডা আবহাওয়া গ্রাস করেছে জাতীয় রাজধানী দিল্লিকেও। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছয় ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার পরিষ্কার আকাশের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আগামী তিন দিন উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপরে ধীরে ধীরে তা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। পাঁচ জানুয়ারি পর্যন্ত দিল্লি, হরিয়ানা ও পঞ্জাবের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রির আশপাশে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আগামী সাতই জানুয়ারি পর্যন্ত দিল্লির পাশাপাশি হরিয়ানা ও চণ্ডীগড়-সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থেকে শীতলতম থেকে তীব্র শীতলতম দিনের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সব থেকে খারাপ অবস্থা জম্মু ও কাশ্মীরে। সেখানকার বেশিরভাগ হ্রদের জল বরফ হয়ে গিয়েছে। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানিয়েছে দেশের অনেক রাজ্যে বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তর প্রদেশে এদিন শীতলতম দিনের সম্ভাবনা রয়েছে। যে কারণে প্রচণ্ড ঠান্ডার মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এই রাজ্যগুলির সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।
দিল্লি সংলগ্ন নয়ডার গৌতম বুদ্ধ নগর জেলাপ্রশাসন শীতের কারণে ছয় জানুয়ারি পর্যন্ত নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে।
আবহাওয়া দপতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন থেকে চার দিন দক্ষিণ তামিলনাড়ু, দক্ষিণ কেরল ও লাক্ষাদ্বীপের কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাঁচ জানুয়ারির মধ্যে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে হাল্কা-বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্কা বৃষ্টিপাত থেকে তুষারপাত হতে পারে। এছাড়া রাজ্যের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমাংশের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।