বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ার শুকনো থাকবে। তাপমাত্রারও বড় কোনও পরিবর্তন হবে না। তবে জেলাগুলির তাপমাত্রা কলকাতার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুটি জেলাকে বাদ দিয়ে আবহাওয়া মোটামুটি একইরকম থাকবে। তবে কোথাও কোনও সতর্কবার্তা নেই।
সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কম রয়েছে। যে কারণে ঠান্ডা অনুভূত হবে। আগামী চার থেকে পাঁচ দিন এই ঠান্ডা বজায় থাকবে। তবে টানা স্পেলে এই ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা কম।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতংশ।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। এখনও পর্যন্ত এই বছরে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস এই মরসুমের সব থেকে কম তাপমাত্রা।