বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর! হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। আর সেই কারনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ট্রেনের সময়সূচিতেও বদল আনা হয়েছে।
ইতিমধ্যে পূর্ব রেলের (List of Train Cancelled) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রেলের তরফে দেওয়া সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিসনের হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডে-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খানা-গুমানি শাখায় এই কাজ করা হবে। মূলত ট্র্যাক এবমগ সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। রবিবার এই কাজের জন্যে পাওয়ার এবং ট্র্যাফিক ব্লল করা হবে।
আর সেজন্যে একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেশ কিছু ট্রেনেরসময়সূচীতেও রদবদল আনা হয়েছে বলে খবর।
ট্রেন বাতিলের তথ্য
হাওড়া থেকে – ৩৭৩১৫, ৩৬৮২৩, ৩৬৮২৫
তারকেশ্বর থেকে- ৩৭৩২৬
বর্ধমান থেকে – ৩৬৮৩৮ এবং ৩৬৮৪২
ব্যান্ডেল থেকে- ৩৭৭৪৯
কাটোয়া থেকে- ৩৭৭৪৮ এবং ০৩০৯৫
আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬
সময়ে রদবদল-
৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া-লোকাল তারকেশ্বর থেকে সকাল ১১ টা ১৫ মিনিটের বদলে সকাল ১১ টা ৪৫ মিনিটে ছাড়বে। ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১ টা ৪৫ মিনিটে ছাড়বে। আগে ১টা ১০ মিনিটে ছাড়ার কথা আছে।
এছাড়াও আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে আগামীকাল রবিবার নিয়ন্ত্রন (List of Train Cancelled) করা হবে বলে জানা গিয়েছে। আর সেই ট্রেনগুলির বিস্তারিত তথ্য জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটিও ভালো ভাবে পড়ে নিতে হবে।
রবিবার ছুটির দিন। পৌষের একেবারে শেষলগ্নে। জাঁকিয়ে ঠাণ্ডাও পড়েছে। আর তা উপভোগ করতে অনেকেই বেড়াতে বের হন। কলকাতায় আসেন। এমন দিনে একাধিক ট্রেন বাতিলের (List of Train Cancelled) খবরে নিঃসন্দেহে দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।