বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই শনিবার সকালে সমাজমাধ্যমে সানা জাভেজের সঙ্গে বিবাহ বন্ধনের ঘোষণা করেন। শোয়েব-সানার বিবাহের ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে সানিয়া মির্জা বা তাঁর পরিবারের পক্ষ থেকে মুখ খোলা হয়নি। শুধু তাঁর বাবা ইমরান মির্জা খুলা শব্দটি উল্লেখ করেছিলেন।
শোয়েবের তৃতীয় বিবাহের ঘোষণার প্রায় ২৪ ঘণ্টা পর নিজেদের নীরবতা ভঙ্গ করল মির্জা পরিবার এবং টিম সানিয়া। সমাজমাধ্যমে সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা একটি বিবৃতি পোস্ট করেছেন।সেখানই শোয়েব সানিয়ার বিবাহ বিচ্ছেদের বিষয়ে ব্যাখ্যাও প্রদান করেছেন।
মির্জ়া পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ”সানিয়া সব সময় তাঁর ব্যক্তিগত জীবনকে সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছেন।কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু কথা বলতেই হবে।কয়েক মাস আগেই সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে । নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।”
একইসঙ্গে এই বিবৃতির দ্বিতীয় পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ”বর্তমানে সানিয়া একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।”
শনিবার সানিয়া মির্জার বাবা উল্লেখ করেছিলেন খুলা শব্দটি। খুলা একজন মুসলিম নারীর অধিকার তার স্বামীকে একতরফাভাবে তালাক দেওয়ার রীতি।
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন। আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে। ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে নিরন্তর চর্চা চলছিল বিগত মাস ধরেই।
অবশেষে ১৪ বছরের সম্পর্কের ইতি, বিগত কয়েক বছর ধরেই বিচ্ছেদ জল্পনার মধ্যেই অবশেষে পথ আলাদা হয়ে গেল শোয়েব মালিক ও সানিয়া মির্জার। তারকা দম্পতি ২০২৩ দুবাইতে তাদের ছেলের পঞ্চম জন্মদিন উদযাপন করেছিলেন।
এমনকি যখন সানিয়া গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলেছিল, মালিক তার ক্যারিয়ারের সাফল্যের প্রশংসা করে একটি হৃদয়গ্রাহী বার্তা লিখেছিলেন। দুই ক্রীড়া তারকা এমনকি গত বছর সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে একটি টক শো আয়োজন করেছিলেন।